ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৯, মার্চ ১০, ২০১৯
বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বান্দরবান: বান্দরবানের আলীকদম ও থানচিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- আলীকদমের সাকিব আল হাসান (৫) ও থানচির রেংসু ম্রো। থানচিতে আহতদের মধ্যে নতুন পাড়ার ফিলিপ ত্রিপুরা (২৫), মিত্র ত্রিপুরা (৩০) ও নানুমা ম্রো (১৮) নাম জানা গেছে।

আহতরা সবাই ওই এলাকার বাসিন্দা।  

শনিবার (৯ মার্চ) বিকেলে ও সন্ধ্যায় আলীকদমের ফাসিয়াখালী ও থানচি উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে থাওয়াই ম্রোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, আলীকদম-ফাসিয়াখালী সড়কের পাশে খেলা করছিল শিশু সাকিব। এসময় একটি পিকআপ ভ্যান সাকিবকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এছাড়া থানচি উপজেলার লিটক্রে সড়কের ৭ কিলোমিটার দূরে থানচি সদর থেকে একটি ট্রাক ডদং পাড়া যাওয়ার পথে থাওয়াই স্রোপাড়া এলাকায় পৌঁছলে কাঠ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই নিহত হন রেংসু স্রো। এসময় আহত হন ট্রাকে থাকা আরও চার জন।  

আলীদকম থানার উপ-পরিদর্শক (এসআই) আজমগীর হোসেন ও থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।