ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আরেকটি মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মার্চ ৯, ২০১৯
বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আরেকটি মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় মাহি(৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাহি নিখোঁজ সাহিদার মেয়ে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল বরাবর বুড়িগঙ্গা নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠে।

এর আগে শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে শিশুটির ফুফু জামসিদার (২০) মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে নিখোঁজ ছয়জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হলো।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে একটি লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে যায়। এ ঘটনায় নারী শিশুসহ কমপক্ষে ছয়জন নিখোঁজ ছিলো।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।