ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, মার্চ ৯, ২০১৯
চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীর পাকশী স্টেশন সংলগ্ন রেলওয়ের সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে শুকুর আলী শেখ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাকশী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শুকুর আলী লক্ষ্মীপুর জেলার  রাজপাড়া থানার ভাটাপাড়ার মৃত মজিদ শেখের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ বাংলানিউজকে জানান, পাকশী স্টেশন সংলগ্ন সিগন্যাল লাইটের জোড়া পোস্টের পাশে একজনকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি রেলওয়ে থানার অধিনে হওয়ায় তাদের খবর দেয়া হয়েছে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জিআরপি) সুবীর দত্ত বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে মোবাইল ফোনে সেলফি তোলার সময় অসাবধানতাবশত ঘটনাস্থলের সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। এতে তার মৃত্যু হয়েছে। নিহতের পকেটে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।