ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মার্চ ৮, ২০১৯
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ: সাড়ে ৫ ঘণ্টা পর সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যানজট কমে আসলেও ধীরগতি রয়েছে।  

>>>আরও পড়ুন...বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানজট, ২ কি. মি. যেতে ৩ ঘণ্টা

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে নলকা সেতুর উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এতে ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।  

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মহাসড়কের একটি লেন বন্ধ করে সংস্কার কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। দিনভর যানজটের পর বিকেল সাড়ে ৪টা থেকে কিছুটা কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আধাঘণ্টার মধ্যে এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।