ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় ১ নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মার্চ ৮, ২০১৯
বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় ১ নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে জামশিদা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালিগঞ্জ তৈলঘাট এলাকার সামনে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন নিখোঁজ হয়

নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলো শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (২৮), মেয়ে মিম (৮), মেয়ে মাহী ( ৬),  ৩ মাস বয়সের একটি ছেলে সন্তান, বোন জামসিদা (২০) ও বোন জামাই দেলোয়ার (৩৫)। শুক্রবার বেলা ১২টার দিকে জামসিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা যায়, নিখোঁজ যাত্রীরা শরীয়তপুরের ভেদরগঞ্জ যাওয়ার জন্য কামরাঙ্গীরচর থেকে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ 'সুরভী ৭' এর ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।