ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বনানীর লেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, মার্চ ৬, ২০১৯
বনানীর লেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বনানীর লেকে পড়ে নিখোঁজ হওয়া সোহাগের (১৬) মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স ও  ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। বিষযটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি জানান, দু’দিন ধরে অভিযান পরিচালনার পর সবশেষে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বনানীর লেকে পড়ে নিখোঁজ হয় সোহাগ। তবে কীভাবে সে লেকের পানিতে পড়ে যায় তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।