ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

নতুন বিশ্ব গড়তে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, মার্চ ৬, ২০১৯
নতুন বিশ্ব গড়তে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে নারী দিবস উপলক্ষে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

ঢাকা: নতুন বিশ্ব গড়তে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। এককভাবে উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি (এমপি)।

বুধবার (৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ এর প্রতিপাদ্য বিষয়। এই স্লোগানে পালিত হবে নারী দিবস।

চুমকি বলেন, নারীর উন্নয়ন করতে গেলে পুরুষ মনে করে নারীকে এগিয়ে দিয়ে তাদের (পুরুষদের) পেছনে ফেলা হচ্ছে। নারীরা আপনাদেরই কারো স্ত্রী, মা, বোন অথবা সন্তান। তাদের এগিয়ে নেওয়া মানে আপনাদেরই এগিয়ে নেওয়া। আপনাদের পাশে রেখেই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস এমন একটি মাসে, এই মাস বাংলাদেশের জন্য অধিকার আদায়ের মাস। সংবিধানে নারীদের জন্য সমান অধিকার দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে আমরা ধরে রাখতে পারিনি, তাই পিছিয়ে গিয়েছিল আমাদের সেই অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করছেন। নারী ও পুরুষের সমান অধিকার দিয়ে দেশ এবং জাতিকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন-শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক বদরুন নেছা, মো. আতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৯
এমএমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।