ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, মার্চ ৬, ২০১৯
হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পানিতে ডুবে সুমাইয়া (১) ও সুরাইয়া (১) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে পৌরসভার দ্বীপেশ্বর এলাকায় ও বিকেলে উপজেলার নামা জিনারী গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।

সুমাইয়া নামা উপজেলার জিনারী গ্রামের শরিফ মিয়ার মেয়ে ও সুরাইয়া পৌরসভার দ্বীপেশ্বর এলাকার মো. ফজলুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সুরাইয়া। পরে বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় সুমাইয়া। পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।