ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে আগুনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, মার্চ ৬, ২০১৯
ভৈরবে আগুনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে উপজেলার ফেরিঘাট মৎস আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

ব্যবসায়ীদের বরাত দিয়ে বাংলানিউজকে তিনি বলেন, মৎস আড়তের স্বর্ণা মৎস আড়ত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের সুদেব নাথ মৎস আড়ত, ভান্ডারি মৎস আড়তসহ তিনটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

আগুনে মজুদ রাখা মাছ ও বিভিন্ন আসবাবপত্রসহ ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।