ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, মার্চ ২, ২০১৯
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহারুল ইসলাম ফিরোজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সাহারুল ইসলাম ওই ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের মৃত মোস্তাফিজার রহমানের ছেলে।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে কদমতলী এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে বিদ্যুতের পোলে উঠে  ক্যাবল লাইন মেরামত করছিলেন সাহারুল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাহারুলকে মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।