ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন-নগদ টাকা সহায়তা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, মার্চ ১, ২০১৯
পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন-নগদ টাকা সহায়তা ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও টাকা সহায়তা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ১৬টি পরিবারের মধ্যে প্রত্যেককে প্রধানমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিল থেকে দুই বান্ডিল টিন ও ঘর নির্মাণের জন্য মিস্ত্রি খরচ বাবদ ছয় হাজার করে টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ভ্রম্য।

 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন জানান, বৃহস্পতিবার (২৮ ফেরুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটায় ঘূর্ণিঝড়ের আঘাতে সাত শতাধিক বসতঘর উড়ে যায় এবং রবি শস্য নষ্টসহ হাজার হাজার গাছপালা ভেঙে যায়। এসব পরিবারের মধ্যে দুই শতাধিক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারকে বরাদ্দ সাপেক্ষে পর্যাক্রমে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার করে টাকা দেয়া হবে। প্রথম পর্যায় ৫০ বান্ডিল টিন ও ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। তা থেকে আজ ১৬ পরিবারকে দেওয়া হয়েছে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বলেন, আমার এলাকাটি একটি দুর্যোগপূর্ণ এলাকা। বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ের পর বর্তমানে শতাধিক পরিবার খোলা আকাশের নিচে। তাৎক্ষণিকভাবে জেলা প্রসাশকের কাছ থেকে প্রধানমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলের টিন ও টাকা এনে অতিদরিদ্র পরিবারকে দেওয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরো সাহায্য চাওয়া হয়েছে, বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত অন্য পরিবারে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।