ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, মার্চ ১, ২০১৯
হবিগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেলের চাপায় জামিল আহমেদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, জামিল তার নানির সঙ্গে শিবগঞ্জ বাজfরের পাশে নানাবাড়িতে আসে। শুক্রবার দুপুরে জামিল রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, এ সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে আরোহী। রাস্তার পাশের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।