ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ শুরু শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মার্চ ১, ২০১৯
ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ শুরু শনিবার

ঢাকা: ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রতি-৮’ আগামী ২ থেকে ১৫ মার্চ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি দল অংশ নেবে।

এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি।  

উল্লেখ্য, ২০১০ সাল থেকে সম্প্রতি এক বছর পর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে এসেছে। যৌথ অনুশীলন ‘সম্প্রতি-৮’ এর মাধ্যমে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।