ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে গাছচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
টাঙ্গাইলে গাছচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে গাছচাপায় রহিম শিকদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম উপজেলার সরিষাআটা গ্রামের সামান শিকদারের ছেলে।

 

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মিঠু বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে রহিম তার সন্তানকে স্থানীয় একটি কিন্ডার গার্টেনে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ধলাপাড়া এলাকায় পৌঁছালে একটি গাছ ভেঙে তার ওপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।