সোমবার (২৫ ফেব্রুয়ারি) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-২ তেজগাঁও বাবলি মসজিদ সংলগ্ন দেশি অ্যাগ্রোফিড ও শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস হিমাগারে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০০ মণ দুম্বার মাংস ও ৩০০ মণ মহিষের মাংস ছাড়াও ১২০০ মণ খেজুর ও ১০০ মণ মেয়াদোত্তীর্ণ কিসমিস জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, জব্দ করা ১০০ মণ কিসমিসের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে, ১২০০ মণ খেজুরের মধ্যে ২০০৬ সাল থেকে ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়া খেজুর রয়েছে।

এসব মাংস, খেজুর ও কিসমিস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপারশপগুলোতে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।
এ ঘটনায় দেশি অ্যাগ্রোফিড ও শিকাজু হিমাগারকে ৩২ লাখ টাকা জরিমানা এবং অ্যাগ্রোফিডের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
পিএম/এমজেএফ