ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

চুড়িহাট্টায় দগ্ধ আনোয়ারের অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
চুড়িহাট্টায় দগ্ধ আনোয়ারের অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’  চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ড। ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। 

সোমবার (২৫ ফ্রেরুয়ারি) দুপুরের দিকে দগ্ধদের চিকিৎসায় গঠিত ৯ সদস্য মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম এ কথা জানিয়েছেন।  

পড়ুন>>চকবাজার ট্র্যাজেডি: ১৪ মরদেহ শনাক্তে সময় লাগবে ১৫ দিন

বাংলানিউজের তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেও ৯ সদস্যের মেডিকেল বোর্ড বসেছি- দগ্ধদের পরবর্তী চিকিৎসা নিয়ে করণীয় প্রসঙ্গে।

এর মধ্যে আনোয়ারের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তার শরীরের ৬১ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। ’

ডা. কালাম জানান, চিকিৎসাধীন আনোয়ার ছাড়াও সোহাগসহ আরও তিনজনের অবস্থাও তেমন ভালো নয়। তাদের  শারীরিক অবস্থা স্ট্যাবল রয়েছে।

দগ্ধ আনোয়ারের ছেলে  হৃদয় বাংলানিউজকে জানান, আনোয়ার হোসেনে পেশায় একজন রিকশাচালক। অগ্নিকাণ্ডের সময় চুড়িহাট্টার নন্দ কুমার দত্ত সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। আর তখনই এ ঘটনায় তিনি দগ্ধ হন।

চিকিৎসাধীন আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তবে বর্তমানে স্ত্রী হাজেরা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।  

এ বিষয়ে মেডিকেল বোর্ডের প্রধান ডা. আবুল কালাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯জন দগ্ধ আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার  (২৮ ফেব্রুয়ারি) দগ্ধ তিনজনকে ডিসকাস সার্টিফিকেট দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।