ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী এলাকায় ট্রেনের ধাক্কায় লিপি আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কাশিয়াবাড়ী মহল্লার আব্দুল হামিদ দেওয়ানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি কাশিয়াবাড়ী এলাকা অতিক্রম করার সময় লিপি রেললাইনে উঠে পড়েন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিঁটকে পড়ে গেলে তার দুই পা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আব্দুল গাফ্ফার বলেন, লিপির গাইবান্ধায় বিয়ে হয়েছে। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় দুই বছর ধরে আমার বোনকে আমাদের বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছিল।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।