ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে ইটভাটাসহ ৪ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, ফেব্রুয়ারি ৪, ২০১৯
কটিয়াদীতে ইটভাটাসহ ৪ ফার্মেসিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীর একটি ইটভাটাসহ চার ফার্মেসিকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী সদরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।  

এসময় উপস্থিত ছিলেন- কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুজ্জামান মনির ও মো. মাহবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা।

 

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, ইট তৈরিতে পরিমাপে কারচুপির দায়ে মেসার্স এইচবিএস ব্রিকসকে ৪০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মীরা ফার্মেসিকে পাঁচ হাজার, জনপ্রিয় ফার্মেসিকে তিন হাজার, স্বপ্না মেডিকেল হলকে তিন হাজার ও প্রিয় মেডিসিন কর্নারকে তিন হাজারসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।