ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

জয়ন্তী নদীতে নিখোঁজ নৌযান মালিকের মরদের উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, জানুয়ারি ৩১, ২০১৯
জয়ন্তী নদীতে নিখোঁজ নৌযান মালিকের মরদের উদ্ধার

বরিশাল: বরিশালের মুলাদীতে জেলেদের হামলায় জয়ন্তী নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পরে বালুবাহী বাল্কহেডের মালিক সিধু খানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চরকালেখাঁ ইউনিয়নের মৃধার হাট সংলগ্ন জয়ন্তী নদীতে জাল টেনে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিধু খান চাঁদপুরের মতলব উপজেলার মৃত রুস্তম আলীর ছেলে।

তিনি মায়ের অবদান নামক বাল্কহেডের মালিক। গত সোমবার (২৮ জানুয়ারি) জাল কাটাকে কেন্দ্র করে জেলেরা হামলা চালালে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

এছাড়া জেলেদের ওই হামলায় আহত হন তার ভাগিনা মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর ছেলে রাকিবুল ইসলাম। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুলদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় চরকালেখাঁ ইউনিয়নের মৃধার হাটে জয়ন্তী নদীতে জাল কাটাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে বাল্কহেড মালিক ও কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায় জেলেরা নৌযানের মালিক ও কর্মচারীদের ওপর হামলা করে। এতে নৌযানের মালিক সিধু খান নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকেই তাকে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সর্বশেষ ঘটনাস্থলে জেল টেনে নিখোঁজ সিধু খানের মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।