ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

একাদশ সংসদে প্যানেল সভাপতি হলেন যারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জানুয়ারি ৩০, ২০১৯
একাদশ সংসদে প্যানেল সভাপতি হলেন যারা সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যারা পরিচালনায় থাকবেন তাদের মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদ অধিবেশনে পুনরায় স্পিকার নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর সংসদ অধিবেশন পরিচালনায় বসে প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে প্যানেল সভাপতি হিসেবে রয়েছেন- সংসদ সদস্য আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, ফখরুল ইমাম, সাগুফতা ইয়াসমিন।

সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে যিনি প্রথমে থাকবেন তিনি স্পিকারের চেয়ারে বসে অধিবেশন পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/এসএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।