ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জানুয়ারি ২৮, ২০১৯
নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডিআইটি কলোনীর পেছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম জেলার ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার সোহেল মিয়ার ছেলে।

তিনি শহরের উকিলপাড়া এলাকার আজিজুর রহমানের হোসিয়ারি শ্রমিক ছিলেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ জানুয়ারি) রাত ৯টায় হোসিয়ারি থেকে বের হন সিয়াম। এরপর তিনি বাসায় ফিরে না যাওয়ায় সোমবার সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে খবর পেয়ে কলোনীর পেছনে পড়ে থাকা মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।