ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

অবৈধ বাজার ও সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে বিসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, জানুয়ারি ২৮, ২০১৯
অবৈধ বাজার ও সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে বিসিসি বিসিসি’র উচ্ছেদ অভিযান

বরিশাল: বরিশালে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসময় রাস্তা দখল করে গড়ে তোলা একটি সীমানা প্রাচীর ও অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কাশিপুর বাজার ও ২৫ নং ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া বিসিসি’র সিনিয়র সড়ক পরিদর্শক (আরআই) রেজাউল কবির জানান, কাশিপুর বাজার এলাকার পাশেই মহাসড়ক দখল করে একটি অবৈধ বাজার গড়ে উঠে।

যেখানে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছিলো।

তাছাড়া রূপাতলী’র দপদপিয়া এলাকায় চলাচলের রাস্তা দখল করতে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এর ফলে ওই এলাকায় বসবাসকারী বহু মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

এর পরিপ্রেক্ষিতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে কাশিপুরের অবৈধ বাজার এবং দপদপিয়া এলাকার অবৈধ সীমানা প্রচীর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজাউল কবির।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ