ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, জানুয়ারি ২৭, ২০১৯
বেনাপোলে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন র‌্যালিতে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বন্দরনগর বেনাপোলে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে পোট থানা পুলিশের আয়োজন একটি র‌্যালি বের কর হয়। যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন কবুতর ও বেলুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বেনাপোল পোর্ট থানা থেকে একটি র‌্যালি বের হয়ে চেকপোস্ট সীমান্ত  প্রদক্ষিণ করে। ২৭ জানুয়রি থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্ট থানার সম্মুখে অস্থায়ী ক্যাম্প বসিয়ে পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের আইনি সেবায় ২৪ ঘণ্টা কাজ করবেন।

র‌্যালি অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিমসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।