ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে পাঁচ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, জানুয়ারি ২৫, ২০১৯
না’গঞ্জে পাঁচ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: যথাযথ নিয়ম না মেনে ইট তৈরি করায় নারায়ণগঞ্জে পাঁচটি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানভীর।

এসময় সেখানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া উপস্থিত ছিলেন।

নয়ন মিয়া বাংলানিউজকে জানান, যথাযথ নিয়ম না মেনে ইট তৈরি করায় দাসেরগাঁও গ্রামের পাঁচ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়ম না মেনে তৈরি করা ইট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।