ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ৬ জেলেকে জরিমানা, ২ লাখ পোনা অবমুক্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, জানুয়ারি ২৪, ২০১৯
পাথরঘাটায় ৬ জেলেকে জরিমানা, ২ লাখ পোনা অবমুক্ত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ৬ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দণ্ড দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির।  

এর আগে বিকেল ৫টার দিকে বিষখালী ও বলেশ্বর নদের মোহনার লালদিয়া এলাকা থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনাসহ একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা আটক করে কোস্টগার্ড।

এ সময় ওই ট্রলারে থাকা প্রায় ২ লাখ পোনাও জব্দ করা হয়।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনার রুপসা থানার আলাইপুর এলাকার জমির আলীর ছেলে আফছার আলী (৩০), হানিফ শিকদারের ছেলে আফজাল শিকদার (৩৫), সালাহ উদ্দিন শেখের ছেলে মিন্টু শেখ (৩২), গোলাম রব্বানী শেখের ছেলে মোস্তাকিম শেখ (২৬), সেলিম শিকদারের ছেলে নাছিম শিকদার (২০), ইজাজ  মোল্লার ছেলে দেলোয়ার মোল্লা (২০) ও আবিদুল শিকদারের ছেলে মোহাম্মদ আলী (১৫)।  

মোহাম্মদ আলীর বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে দণ্ডের বাইরে রেখে অন্য ৬ জনকে মাথাপিছু ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ২ লাখ পোনা অবমুক্ত করা হয়।  

এ বিষয় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এম. মতিউর রহমান বাংলানিউজকে বলেন, পোনাসহ ৭ জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলারটি কোস্টগার্ডের জিম্মায় রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।