ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, ডিসেম্বর ১, ২০১৮
এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বনানী থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে উত্তরা সড়কের উভয় পাশেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। 

শনিবার (০১ ডিসেম্বর) ভোর থেকে টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষ শুরু হলে এয়ারপোর্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কটিতে যান চলাচল শুরু হয়।

 

সরেজমিনে দেখা যায়, এয়ারপোর্ট গোলচত্বর থেকে মহাখালীর দিকে এবং উত্তর দিকে সড়কের উভয় পাশেই স্বাভাবিকভাবে গণপরিবহনসহ সবধরনের যানবাহন চলছে।  

ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র ট্রাফিক এর উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রদীপ কুমার রায় বাংলানিউজকে বলেন, জামাতের একটি গ্রুপ এয়ারপোর্ট এলাকায় অবস্থান নিলে যান চলাচল ব্যহত হয়। তখন বনানীর দিক থেকে এয়ারপোর্ট পর্যন্ত এবং এয়ারপোর্ট থেকে টঙ্গী থেকে সড়কের উভয়পাশে বেশকিছু ব্লক খুলে দেওয়া হয়। এতে রাজধানী দিক থেকে আসা গাড়িগুলো পুনরায় রাজধানী দিকে ফিরে যেতে পারে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ট্রাফিক বিভাগ থেকে অতিরিক্ত ফোর্স আনা হয়। এরপর বিকেল ৩টার পরে তাদের উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য এয়ারপোর্ট চত্বরে  পুলিশের রায় কয়টার ও জলকামান গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সকাল থেকে ইজতেমা ময়দানে সাদপন্থী এবং জোবায়ের পন্থী তাবলীগ জামাতের সদস্যদের মধ্যকার সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কটিতে। এতে সকাল থেকেই বিপাকে পড়ে কর্মমুখী মানুষেরা।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসএইচএস/এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।