ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, ডিসেম্বর ১, ২০১৮
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আউয়াল খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিপন মাতুব্বর নামে আরও এক ব্যক্তি।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আউয়াল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঝাড়ুয়াভাঙ্গা এলাকার মাজেদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কাজে ভাঙ্গা থেকে মাদারীপুর আসছিলেন আউয়াল। পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছলে গ্যাসের সিলিন্ডার বোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আউয়ালের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেলের অপর যাত্রী রিপনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।