ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২০, নভেম্বর ২৯, ২০১৮
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে।

বুধবার (২৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মনির হাওলাদার, সদস্য হাশেম রাঢ়ী, বিএনপি নেতা আলামিন, ছাত্রদল নেতা নিপু, মুরাদ ও যুবায়েরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবু অভিযোগ করে বলেন, বরিশাল ৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় দোয়া ও মিলাদ শেষে  তিনি কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

অন্যদিকে বাকি নেতা-কর্মীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার সময় দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

কিছুক্ষণ পরেই বরিশালে যাওয়ার পথে মেহেন্দিগঞ্জ লঞ্চ ঘাটে বসে মেজবাহ উদ্দিন ফরহাদের ভাই জহিরুদ্দিন নিশাদ ও মাকসুদুর রহমানের ওপরও হামলা চালানো হয়।

হামলায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

এই বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই মাহাবুব জানান, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।