ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পাকিস্তান হাইকমিশন থেকে তথ্য চুরির অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, নভেম্বর ২৭, ২০১৮
পাকিস্তান হাইকমিশন থেকে তথ্য চুরির অভিযোগ

ঢাকা: ঢাকার পাকিস্তান হাইকমিশনের কনস্যুলার সেকশনের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পাকিস্তান হাইকমিশন থেকে গুলশান থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশনের দাবি, গত ২২ নভেম্বর পাকিস্তান হাইকমিশনের কনস্যুলার সেকশন ভেঙে কম্পিউটার থেকে অজানা কোনো ব্যক্তি অফিসিয়াল রেকর্ড ও তথ্য চুরি করেছে। এ ঘটনায় গুলশান থানার পুলিশকে অবগত করা হয়েছে।

ডিপ্লোম্যাটিক জোনে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এ ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।