ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, নভেম্বর ২০, ২০১৮
গোপালগঞ্জে নৌকাবাইচ  গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: কার্তিক পূজা উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে মধুমতি বিলরুট ক্যানেলে এ বাইচ অনুষ্ঠিত হয়।  উলপুর গ্রামবাসীর আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়।

 

বাইচ দেখতে নদীর দু’পাড়ে নানা বয়সী হাজার হাজার দর্শণার্থীর সমাগম ঘটে। এছাড়াও দু’পাড়ে বসে মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি রায় চৌধুরী, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, জেলা পরিষদের সদস্য শাহানাজ বাবলী প্রমুখ।

বাইচ শেষে অংশ গ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ