ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ইলিশ শিকারের দায়ে বরিশালে ৩৯০ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, অক্টোবর ১৭, ২০১৮
ইলিশ শিকারের দায়ে বরিশালে ৩৯০ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ৩৯০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) বিভাগীয় মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে নদীতে মোট ৮০২টি অভিযান ও ৪৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

যার অনুকূলে ৩৪৪টি মামলা দায়ের করা হয়েছে।  

পাশাপাশি পাঁচ লাখ ২৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় ও তিন হাজার ২০০ কেজি ইলিশ এবং প্রায় ১৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক আজিজুর।

এর আগে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।