ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, অক্টোবর ১৬, ২০১৮
টেকনাফে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ১২ হাজার পিস লায়লা বেগম (৩২) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীর কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯ লাখ ৫৭ হাজার ৩শ’ টাকাও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক লায়লা বেগম হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়া এলাকার তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা নুরুল আলমের স্ত্রী।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে একদল পুলিশ লায়লার ঘরে  অভিযান চালায়। এ সময় ইয়াবা বেচার টাকাসহ ওই নারীকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি করে ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।