ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৬, অক্টোবর ১৬, ২০১৮
টেকনাফ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ জব্দ হওয়া ইয়াবা কোস্টগার্ড হেফাজত। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: টেকনাফ বন্দরে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। 

সোমবার (১৫ অক্টোবর) ভোরে বন্দরের সাইরন খাল থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় কোনো মাদকপাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।

 

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফ বন্দরের সাইরন খালের একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায় মাদকপাচারকারীরা। পরে বস্তাটির ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।  

জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মারুফ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।