ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ফেনসিডিলসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, অক্টোবর ১০, ২০১৮
সিলেটে ফেনসিডিলসহ আটক ১ পুলিশ হেফাজতে আটক রকিব। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সদর উপজেলা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ রকিব (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দাপনা টিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রকিব উপজেলার দাপনা টিলা এলাকার শানুর মিয়ার ছেলে।

সিলেট মহানগরের এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থেকে ফেনসিডিলের একটি চালান শহরে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা। এ সময় ৩৫০ ফেনসিডিলসহ রকিব আটক করা হয়।  

রকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শাহাদাত।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।