ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

অপহরণের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, অক্টোবর ১০, ২০১৮
অপহরণের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মংক্যচিং কার্বারীকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: মংক্যচিং কার্বারী নামে এক ব্যক্তিকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

বুধবার (১০ অক্টোবর) সকালে সিঙ্গিনালা এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি ২৪ মাইল নামক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

এতে বক্তব্য রাখেন উগ্যজাই মারমা, ক্যথৈইচিং মারমা, মংশি মারমা প্রমুখ।
 
সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ি করে বলেন, ইউপিডিএফ হত্যা, অপহরণ, গুম করে এবং সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। জনগণ এ অত্যাচার আর সহ্য করবে না জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত মংক্যচিং কার্বারীকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। ।
 
২৭ আগষ্ট মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া গ্রামের কার্বারী মংক্যচিং মারমাকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুজির পরও তার কোনো হদিস মেলেনি।
 
এ বিষয়ে জানতে চাইলে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম ফকির বলেন, অপহরণের বিষয়ে পরিবার থেকে আমাদের কেউ কিছু জানায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।