ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

কাউখালীতে দুই ভাই অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, অক্টোবর ৯, ২০১৮
কাউখালীতে দুই ভাই অপহৃত

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলা থেকে দুই ভাইকে অপহরণ করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে তাদের অপহরণ করা হয়। 

অপহৃতরা  হলেন-ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামের পাইহ্লা প্রু মারমার ছেলে মংশিউ  মারমা (২৮) এবং মংচি মারমা (২৬)। তারা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র কর্মী বলে স্থানীয় একটি সূত্র দাবি করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পাঁচ-ছয়জন মিতিঙ্গাছড়ি গ্রামে  এসে মংশিউ  এবং মংচিকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান।  

সূত্রটি আরও জানায়, কাউখালী সদর এলাকা ইউপিডিএফ প্রসীত গ্রুপ নিয়ন্ত্রণ করলেও ঘাগড়া ইউনিয়ন পুরোটাই নিয়ন্ত্রণ করে জেএসএস সন্তু লারমা গ্রুপ।

সন্ধ্যায় এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।