ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ইউএস-বাংলার সার্ভিসের মান মনিটরিং করার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, অক্টোবর ৯, ২০১৮
ইউএস-বাংলার সার্ভিসের মান মনিটরিং করার সুপারিশ

ঢাকা: বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের সার্ভিসের মান নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে সংসদীয় কমিটিতে। বারবার কেন ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি ধরা পড়ছে, সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। 

এয়ারলাইন্সটির সার্ভিসের মান মনিটরিংয়ের জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (০৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়।

কমিটি সিভিল এভিয়েশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধি না করে নির্ধারিত অর্থে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

এছাড়া সদ্য সমাপ্ত হজে যে সব এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, পর্যালোচনা করে তাদের লাইসেন্স বাতিল করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তরের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম অংশগ্রহণ করেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল এভিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।