ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫০, অক্টোবর ৯, ২০১৮
বাগেরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায়  শান্তা আক্তার (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী এনামুল শেখকে (২৬) আটক করেছে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা  উপজেলার কম্পিউটার শিক্ষক মো. ইদ্রিসের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

শান্তা উপজেলার বটতলা এলাকার আকবর শেখের মেয়ে।

তিনি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার স্বামী এনামুল একই উপজেলার চিলা ইউনিয়নের ফেলুরখন্ড গ্রামের আলম শেখের ছেলে।

এনামুলের বাবা আলম শেখ বলেন, চার বছর আগে এনামুল ও শান্তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।  ১৫ দিন আগে পারিবারিক কলহের জের ধরে মেয়েকে নিয়ে শান্তা বাবার বাড়ি চলে যায়। এ অবস্থায় কেন এনামুল এমন ঘটনা ঘটালো তা আমরা জানি না।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার দুপুরে কলেজ রোডের বঙ্গবন্ধু মহিলা কলেজের কম্পিউটার শিক্ষক মো. ইদ্রিসের বাড়িতে কোচিং করতে যান শান্তা। কোচিং শেষ করে বের হলে সেখানে আগে থেকে থাকা এনামুল তাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এসময় স্থানীয়রা শান্তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পর বিকেলে শান্তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে এনামুলকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ  সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।