ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে পেপার মিলে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, অক্টোবর ৯, ২০১৮
সৈয়দপুরে পেপার মিলে শ্রমিক নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ছাদের টিন পুটিংয়ের সময়ে পা পিছলে পড়ে ছাদ থেকে পড়ে লিটন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (৮ অক্টোবর) দুপুরে শহরের রাবেয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইকু পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। লিটন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠারিপাড়া জানেরপার এলাকার ওহিদুল ইসলাম ওরফে দুলুর ছেলে বলে জানা গেছে।

 

জানা যায়, সকাল থেকে লিটন পেপার মিলের প্রায় ৪০ ফুট উপরে টিনে চড়ে পুটিংয়ের কাজ করছিলেন। পরে দুপুরের দিকে অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।