ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, অক্টোবর ৮, ২০১৮
জয়পুরহাটে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ জয়পুরহাটে অভিভাবক সমাবেশের অতিথিরা। ছবি-বাংলানিউজ

জয়পুরহাট: মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, দুর্নীতি দমন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জয়পুরহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট দাদড়া জন্তিগ্রাম মুইনিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।  

এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের আলী, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দাদড়া জন্তিগ্রাম মুইনিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি সরদার আনোয়ার হোসেন দিপু প্রমুখ।

 

সমাবেশে ছেলে-মেয়েদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষার জন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া সন্তানরা যাতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে অভিভাবকদের প্রতি সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।