ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

চেয়ারম্যান নান্টুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ৮, ২০১৮
চেয়ারম্যান নান্টুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন জল্লা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার তিন নম্বর জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে জল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নান্টুর বাবা সুকলাল হালদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিষ্ণুপদ মুখার্জী, তিন নম্বর জল্লা ইউনিয়ন পরিষদের দুই নম্বর প্যানেল চেয়ারম্যান বাদল বিশ্বাস, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ সেপ্টেম্বর রাতে প্রকাশ্যে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ১৬ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা এখনও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন মুক্তিযোদ্ধা পিতার কাঁধে সন্তানের মরদেহ দেখে হতবাক হয়েছে বরিশালবাসী।  

অচিরে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে পারে ইউনিয়নের জনগণ।

মানববন্ধনে উপস্থিত নান্টুর বাবা সুকলাল হালদার বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।