ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, অক্টোবর ৮, ২০১৮
বেনাপোলে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ জব্দ হওয়া ফেনসিডিল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৮ অক্টোবর) সকালে ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান আলী সরকার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, রোববার (৭ অক্টোবর) দিবাগত তাদের কাছে গোপন খবর আসে, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে।

রাত ৩টার দিকে বেনাপোলের দৌলতপুর খালপাড়ায় বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় পাচারকারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।