ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ৭, ২০১৮
দৌলতপুরে বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় কনের বাবার কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় সাহাব উদ্দিন (৪০) নামে কনের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (০৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সাজা দেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের সাহাব উদ্দিন তার কিশোরী মেয়ে সম্পা খাতুনের (১৫) জন্ম নিবন্ধন জাল করে বিয়ে দিচ্ছিলেন।

 

বাল্যবিয়ের খবর পেয়ে দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং কনের বাবা সাহাব উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।  

আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা এবং দণ্ডবিধি ১৮৮ ধারা সরকারি আদেশ অমান্য করার অপরাধে সাহাব উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত নকিম উদ্দিন মালিথার ছেলে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।