ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজদের দমন করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, অক্টোবর ৭, ২০১৮
পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজদের দমন করা হবে ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেছেন, পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজদের কঠোরভাবে দমন করা হবে। যারা অবৈধ অস্ত্রধারী, যারা রাজনীতির নামে জনগণকে কষ্ট দিচ্ছে তাদের নিষিদ্ধ করা হবে।

রোববার (৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সেনাবাহিনী  রিজিয়নের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

রিজিয়ন কমান্ডার হামিদুল হক পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় স্থানীয়দের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য প্রশাসনকে দেয়ার আহ্বান জানান।

পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্যী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।