ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ইউপি সদস্য নিহত: ওসিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, অক্টোবর ৭, ২০১৮
ইউপি সদস্য নিহত: ওসিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা মামলার কপি

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রুপের মধ্যে সংঘর্ষে খবির মৃধা নামে এক ইউপি সদস্য নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৭ অক্টোবর) দুপুরে নিহত ইউপি সদস্যের বাবা নুরু মৃধা বাদী হয়ে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা ও সায়েম খন্দকারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।


নিহত খবির মৃধা কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।

মামলা সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই এলাকার ৮ নম্বর ইউপি সদস্য আকতার শিকদারের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোক ইউপি সদস্য খবির মৃধাকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গত বৃহস্পতিবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়িতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ইউপি সদস্য বোমা বিস্ফোরণে মারা যান। সেই ঘটনায় রোববার দুপুরে মামলা দায়ের হয়েছে।

ঘটনার পর থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
অারএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।