ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ১২ স্বর্ণবারসহ যাত্রী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, অক্টোবর ৩, ২০১৮
বেনাপোলে ১২ স্বর্ণবারসহ যাত্রী আটক  আটক যাত্রী

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় শহিদুল্লা (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে এক কেজি ২শ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বুধবার (৩ অক্টোবর) বেলা ১১টায় ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে  স্বর্ণের বারগুলো পাওয়া যায়।  

তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে।

 

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় প্রথমে তিনি শরীরে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এসময় তার পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার দর প্রায় ৬০ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুন চাকমা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।