ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, অক্টোবর ৩, ২০১৮
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ডিজাইন আর্ট লিমিটেড নামক পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

বুধবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অাগুন নিয়ন্ত্রণে আসে।  

কারখানার ফ্লোর ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বোর্ডবাজার এলাকায় ইউনিক ডিজাইন আর্ট লিমিটেড কারখানার ৬ তলা ভবনের নীচ তলায় ওয়াশিং সেকশনে আগুন লাগে।

পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ওই কারখানার নীচতলায় জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন বাইরে ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।  তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।