ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, অক্টোবর ৩, ২০১৮
টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে আরো একজনের মৃত্যু আগুনের ধ্বংসাবশেষ, ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট মেশিনে বিস্ফোরণের ঘটনায় লাল চান (২০) নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ অক্টোবর) রাত ৯টার দিকে মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

লাল চান ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সমর মিয়ার ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর বৌ-বাজার এলাকায় স্ত্রী নিয়ে থাকতেন।

নিহতের প্রতিবেশী নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মাথায় আঘাতের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মগবাজার ওয়ারলেস এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

** টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।