ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, অক্টোবর ৩, ২০১৮
জয়পুরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাট: ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতাধীন জয়পুরহাট সদরের মঙ্গলবাড়ী-কুঠিবাড়ী সংযোগ সড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধিগ্রহণকৃত ভূমি থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে সওজ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে কুঠিবাড়ী ব্রিজ এলাকার দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি-ঘর ও দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে।

এ সময় তার জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এদিকে, অভিযানকালে বুলডোজারের আঘাতে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক নামে এক দিন মজুর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, উচ্ছেদের সময় আব্দুর রাজ্জাক তার ঘর থেকে টিন খুলছিলেন। এ সময় অসাবধানতায় বুলডোজারের আঘাতে তিনি আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।