ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, অক্টোবর ২, ২০১৮
মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের (ইয়াবা) সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি আইনে তাকেও আটক করা হবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়ের সময় নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।